বিপিএল খেলতে রংপুর শিবিরে পুরান-ব্রাভো

নতুন তারকা ক্রিকেটারদের আগমনে শেষ মুহূর্তে রঙ ছড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। কারণ প্লে-অফের ঠিক আগমুহূর্তে বিপিএল খেলতে আসছেন নিকোলাস পুরান এবং ডোয়াইন ব্রাভো। দুজনকেই রংপুর রাইডার্স দলে ভিড়িয়েছে।

কিছুক্ষণের মধ্যেই এলিমিনেটর ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে মাঠে নামবে রংপুর। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে তাই দলের শক্তি বাড়িয়ে নিয়েছে তারা।

এর আগে রহমানউল্লাহ গুরবাজ ও নাভিন উল হককে সরাসরি চুক্তিতে দলে ভিড়িয়েছিল ফরচুন বরিশাল। এই দুই আফগান ক্রিকেটার যেহেতু শুরু থেকে খেলেননি। টুর্নামেন্টের মাঝ পথে তাই এই দুজনকে ছেড়ে দেয় বরিশাল।

তারা সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছিল, বিপিএলের অন্য কোনো দল চাইলে তাদের সঙ্গে চুক্তি করতে পারে। তারপর গুরবাজের সঙ্গে চুক্তি করে রংপুর রাইডার্স। নাভিনকেও দলে নেয় তারা। দলটিতে আছেন দাসুন শানাকাও।

গ্রুপ পর্বের ম্যাচগুলো শেষ হওয়ার আগেই পিএসএল খেলার জন্য রংপুরের কাছ থেকে বিদায় নেন পাকিস্তানি পেসার হারিস রউফ। তার জায়গায় দলে আসা টম কোহলার ক্যাডমোর দুটি ম্যাচ খেলেই দেশে ফিরে যাচ্ছেন।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.