সোয়ারিঘাটে প্লাস্টিক কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট

রাজধানীর সোয়ারিঘাটে পুলিশ বক্সের সামনে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ৪টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

রোজিনা আক্তার বলেন, রাজধানীর সোয়ারিঘাটে পুলিশ বক্সের সামনে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

অর্থসূচক/এমএস

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.