৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্কে একটি উদ্ধারকারী দল পাঠাবে বাংলাদেশ। এ তথ্য জানিয়েছেন বাংলাদেশে থাকা তুরস্কের রাষ্ট্রদূত মোস্তফা ওসমান তুরান।
মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) এক এসএমএস-এ তিনি জানান, বাংলাদেশ সরকার সহায়তা দিতে চেয়েছে। তারা আজ অথবা আগামীকাল উদ্ধারকারী দল পাঠাতে পারে।
এদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র জানিয়েছে, ‘আশা করা হচ্ছে আগামীকাল উদ্ধারকারী একটি দল তুরস্কের উদ্দেশে রওনা দেবে। প্রাথমিকভাবে সেনা ও দমকল বাহিনীর কয়েকজন সদস্যকে এই দলে পাঠানো হচ্ছে। এ বিষয়ে আমরা কাজ করছি।’
এর আগে সোমবার সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণ-পূর্ব অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পে প্রায় সাড়ে চার হাজারের কাছাকাছি মানুষ নিহত হয়েছেন। তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনাবিষয়ক সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার জানানো হয়, দেশটিতে নিহত মানুষের সংখ্যা বেড়ে হয়েছে ২ হাজার ৯২১ জন। আহত ১৫ হাজার ৮৩৪ জন।
অন্যদিকে, সিরিয়ায় এখন পর্যন্ত এক হাজার ৪৪৪ জনের নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে। আহত তিন হাজার ৪১১ জন। সে হিসেবে ভূমিকম্পে তুরস্ক ও সিরিয়ায় নিহত মানুষের সংখ্যা দাঁড়িয়েছে চার হাজার ৩৬৫ জনে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.