প্রাইম ইসলামী লাইফের মেয়াদোত্তর বীমাদাবীর চেক প্রদান

প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের বীমাগ্রাহক সাখাওয়াত হোসেনের মেয়াদোত্তর বীমাদাবীর ৫২,৭৬,৩১৯/- (বায়ান্ন লক্ষ ছিয়াত্তর হাজার তিনশত উনিশ) টাকার চেক হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি গত সোমবার (৩০ জানিয়ারি) ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির চীফ কনসালট্যান্ট রহিম উদ্-দ্দৌলা চৌধুরী, মুখ্য নির্বাহী কর্মকর্তা মোঃ সামছুল আলম, ডিএমডি ও ইনচার্জ উন্নয়ন প্রশাসন মোঃ আনিছুর রহমান মিয়া, ডিএমডি (উন্নয়ন) এম এ মতিন, এএমডি ও ইনচার্জ মানব সম্পদ ও প্রশাসন বিভাগ কাজী আবুল মঞ্জুর, এএমডি ও ইনচার্জ ঢাকা কর্পোরেট জোন-০১ মোহাম্মদ নূর-ই-আলম, এসইভিপি ও ইনচার্জ সিএফও মোঃ নাছির উদ্দিন সহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

অর্থসূচক / এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.