জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস স্মরণে আয়োজিত বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন-২০২৩ আয়োজন সহ বিভিন্ন সময় জাতীয় পর্যায়ে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনকে ক্রীড়া ক্ষেত্রে সহযোগিতা করার জন্য আইএফআইসি ব্যাংককে সম্মাননা প্রদান করা হয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানে আইএফআইসি ব্যাংকের পক্ষে উপব্যবস্থাপনা পরিচালক শাহ মোঃ মঈনউদ্দীন ও গীতাঙ্ক দেবদীপ দত্তের কাছে এ সম্মাননা ক্রেস্ট তুলে দেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দীন।
দেশের যুবসমাজকে স্বাস্থ্যসম্মত জীবনধারায় উদ্বুদ্ধ করতে আয়োজিত এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এবং বিশেষ অতিথি যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। আয়োজনে ফুল ও হাফ ম্যারাথন ক্যাটাগরিতে দেশ-বিদেশের মোট ২১৬৩ জন দৌড়বিদ অংশ গ্রহণ করেন।
অর্থসূচক / এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.