বঙ্গবন্ধুর বাংলাদেশ পুলিশ আছে জনতার পাশে- এই প্রতিপাদ্য নিয়ে শুরু হয়েছে ‘পুলিশ সপ্তাহ-২০২৩’। করোনা মহামারি কাটিয়ে দুই বছর পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুলিশ সপ্তাহের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ নিয়েছেন।
মঙ্গলবার (৩ জানুয়ারি) সকাল ১০টার দিকে রাজারবাগ পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে পৌঁছান। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
প্যারেডের মধ্য দিয়ে ‘পুলিশ সপ্তাহ ২০২৩’ এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পুলিশের বিভিন্ন কন্টিনজেন্ট ও পতাকাবাহী দলের কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন প্রধানমন্ত্রী। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খোলা জিপে চেপে প্যারেড পরিদর্শন করেন। প্যারেডে অধিনায়ক হিসেবে নেতৃত্ব দেন খুলনা রেঞ্জের পুলিশ সুপার কাজী মইন উদ্দিন। অংশ নেয় সহস্রাধিক পুলিশ সদস্য।
২০২২ সালে সাহসিকতা এবং বিরক্তপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ-১৭ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম, ২৫ জনকে রাষ্ট্রপতি পুলিশ পাদক বিপিএম, এছাড়া গুরুত্বপূর্ণ মামলার রহস্য উৎক্ষেপণ অপরাধী নিয়ন্ত্রণ শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসিত অবদানের জন্য ২৫ জনকে বাংলাদেশ পুলিশ পদক বিপিএম এবং ৫০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক পিপিএম সেবা পদকে ভূষিত করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় পুলিশ সদস্যদের পদক পরিয়ে দেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.