আরও একটি উইকেট দরকার ছিল: সাকিব

ম্যাচ জিততে শেষদিনে একশ রানের দরকার ছিল ভারতের। হাতে ছিল ছয় উইকেট। শ্রেয়াস আইয়ার আর রবিচন্দ্রন অশ্বিনের লড়াকু দুটি ইনিংসে শেষ পর্যন্ত তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ল ভারত। ম্যাচ হারলেও ইতিবাচকতা নিয়ে মাঠ ছাড়ছে বাংলাদেশ। দলের ক্রিকেটারদের লড়াকু মনোবল এবং সম্মিলিত প্রচেষ্টায় মুগ্ধ হয়েছেন সাকিব আল হাসান।

চতুর্থ দিনের শুরুতেই অবশ্য লাগাম টেনে ধরার চেষ্টা করে বাংলাদেশের বোলাররা। বিশেষ করে মেহেদী হাসান মিরাজের সামনে রীতিমতো ধুঁকছিল ভারতের ব্যাটাররা। আগের দিন নাইটওয়াচম্যান হিসেবে নামা জয়দেব উনাদকাটকে (১৩) লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলে বাংলাদেশকে পথ দেখান অধিনায়ক সাকিব। তারপর দুই ওভারের ব্যবধানে ঋষভ পান্ত (৯) ও অক্ষর প্যাটেলকে (৩৪) ফিরিয়ে ম্যাচ জমিয়ে দেন মিরাজ।

দ্বিতীয় ইনিংসে নিজের পাঁচ উইকেট পূর্ণ করে এই অলরাউন্ডার। যদিও শেষরক্ষা হয়নি। ভারতের হয়ে ২৯ রানে আইয়ার ও ৪২ রানে অশ্বিন অপরাজিত থেকে দলের জয় নিশ্চিত করেন।

ম্যাচ শেষে সাকিব বলেন, ‘সবাই অবদান রাখার চেষ্টা করেছে। এই মাঠে আমরা দারুণ খেলেছি। শ্রেয়াস এবং অশ্বিন চাপে থেকে ভালো ব্যাটিং করেছে। আমাদের আরও একটি উইকেট দরকার ছিল। এটা নিয়ে এখন অনেক কিছুই ভাবতে পারি, তবে যেমনটা হয়েছে তাতে আমরা খুশি। দুর্ভাগ্যবশত প্রথম টেস্টে আমি বোলিং করতে পারিনি। তবে এখানে ভালো বোলিং করতে পেরে খুশি। দলের মানসিকতা আমাকে সন্তুষ্ট করেছে। আশা করি, পরের বছর টেস্টে আমরা ভালো ফলাফল করব।’

ম্যাচের প্রথম ইনিংসে মুমিনুল হকের ৮৪ রানের সুবাদে ২২৭ রান তোলে বাংলাদেশ। জবাবে ৩১৪ রান করে ভারত। দ্বিতীয় ইনিংসে লিটন দাসের ৭৩ এবং নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদের ৩১ রানের দুটি ইনিংসে ২৩১ রান করে বাংলাদেশ।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.