আরও একটি মিউচুয়াল ফান্ড আনছে একুশ ওয়েলথ

সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেড আরও একটি বে-মেয়াদী (Open-end) মিউচুয়াল ফান্ড বাজারে আনার অনুমতি পেয়েছে। ফান্ডটির নাম-একুশ স্ট্যাবল রিটার্ন ফান্ড। এটি একুশ ওয়েলথ ম্যানেজমেন্টের তৃতীয় মিউচুয়াল ফান্ড।

আজ বুধবার (২১ ডিসেম্বর) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ফান্ডটির খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে।

আলচিত ফান্ডের প্রাথমিক লক্ষ্যমাত্রা ২৫ কোটি টাকা। এতে ফান্ডের স্পন্সর একুশ ওয়েলথ ২ কোটি ৫০ লাখ টাকা যোগান দিবে। বাকী ২২ কোটি ৫০ লাখ টাকার ইউনিট সাধারণ বিনিয়োগকারীদের জন্য উন্মুক্ত থাকবে। ফান্ডের প্রতি ইউনিটের মূল্য ১০ টাকা।

ফান্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করবে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। আর এর  কাস্টোডিয়ানের দায়িত্বে থাকবে ব্র্যাক ব্যাংক লিমিটেড।

ফান্ডটি নিয়ে বিস্তারিত জানতে চাইলে একুশ ওয়েলথ ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান নির্বাহী কাজী আহসান মারুফ বলে,  মিউচ্যুয়াল ফান্ডগুলো মূলত বিভিন্ন কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে, আর শেয়ারে বিনিয়োগ করলে রিটার্ন কখনো বাড়ে, আবার কখনো কমে। স্ট্যাবল রিটার্ন ফান্ডের ক্ষেত্রে শেয়ারে ফান্ডের একটা অংশ বিনিয়োগ থাকবে, কিন্তু আমাদের মূল বিনিয়োগ হবে ফিক্সড ইনকাম সিকিউরিটিজগুলোতে। যেমন গভর্মেন্ট সিকিউরিটিজ। যেখানে রিটার্ন অনেকটা ফিক্সড। আমরা শুধু সেখানে ফিক্সড কথাটার যায়গায় স্ট্যাবল রিটার্ন শব্দটা ব্যবহার করেছি।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.