৫ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংকের লেনদেন

নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ করবে পদ্মা ব্যাংক লিমিটেড। এর কারণে বুধবার (২১ ডিসেম্বর) থেকে আগামী ৫ দিন ব্যাংকটির লেনদেন কার্যক্রম বন্ধ থাকবে।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করে দেশে কার্যরত সক ব্যাংকে পাঠানো হয়েছে।

সার্কুলারে বলা হয়, নতুন কোর ব্যাংকিং সফটওয়্যারে মাইগ্রেশনের কাজ করবে পদ্মা ব্যাংক লিমিটেড। ব্যাংকটির কার্য সম্পাদনের উদ্দেশ্যে ২১ ডিসেম্বর রাত ১২টা থেকে ২৫ ডিসেম্বর রাত ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ব্যাংকিং কার্যক্রম সাময়িক বিরতি থাকার বিষয়ে পদ্মা ব্যাংকের আবেদনে সম্মতি জ্ঞাপন করা হয়েছে।

অর্থসূচক/এমএইচ/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.