এসআইবিএল এর “ডিজিটাল ই-মার্কেটপ্লেস চ্যাম্পিয়ন” পুরস্কার প্রাপ্তি

বৈদেশিক বাণিজ্যে বহুল ব্যবহৃত ডিজিটাল প্ল্যাটফর্ম ‘ট্রেড অ্যাসেট লিঃ’ এর মাধ্যমে সর্বোচ্চ সংখ্যক বৈদেশিক লেনদেনে অংশগ্রহণ করায় সোশ্যাল ইসলামী ব্যাংককে “ডিজিটাল ই-মার্কেটপ্লেস চ্যাম্পিয়ন” পুরস্কার প্রদান করেছে ট্রেড অ্যাসেট লিমিটেড।

সম্প্রতি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলমের হাতে পুরস্কার তুলে দেন ট্রেড অ্যাসেট লি: এর সিইও মিসেস আজিজুন্নেসা হক ডলি। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং আন্তর্জাতিক বিভাগের প্রধান মোঃ আকমল হোসাইন, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.