‘মেইড ইন বাংলাদেশ উইক ২০২২’ আয়োজন করছে বিজিএমইএ। অনুষ্ঠানটির আয়োজনে স্পন্সর হিসেবে বেশকিছু বিদেশি কোম্পানি যুক্ত হয়েছে। এতে বাংলাদেশের রিজার্ভে বেশকিছু ডলার যুক্ত হবে বলে জানিয়েছে বিজিএমইএর সভাপতি ফারুক হাসান।
শনিবার (১২ নভেম্বর) রাজধানীর শেরাটন হোটেলে প্রাক-মেইড ইন বাংলাদেশ উইক বিষয়ে বিজিএমইএর আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা সবাই বিশ্বের বর্তমান অর্থনৈতিক অবস্থা জানি। এর মধ্যেই আমরা আমাদের কাজ করে যাবো। বাংলাদেশের ক্যাপাসিটি এবং ব্র্যান্ডিংয়ের বিষয়ে এই অনুষ্ঠানে বিদেশি বায়ারের কাছে তুলে ধরা হবে। আমরা যে কাজটি করছি তার মাধ্যমে বাংলাদেশকে তুলে ধরতে চাই।
এছাড়াও তিনি বলেন, বেশ কিছু ফ্যাশন ডিজাইনাররা তাদের ডিজাইন জমা দিয়েছে। এগুলো ফ্যাশন শোতে তুলে ধরা হবে। এছাড়া এখান থেকে আয়ের একটি অংশ দিয়ে সরকারের রাজস্বতে অবদান রাখতে পারবো।
অর্থসূচক/এমএইচ/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.