ব্রিটেনের নতুন রাজা চার্লস ও রানি ক্যামিলাকে লক্ষ্য করে ডিম ছুড়ে মেরেছে এক ব্যক্তি। যদিও ডিম ছুড়ে মারার পরপরই ঐ ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় রাজা-রানিকে দূরে সরিয়ে নেওয়া হয়।
ইংল্যান্ডের ইয়র্কের স্থানীয় নেতারা যখন রাজা ও রানিকে স্বাগত জানাচ্ছিলেন তখনি তিনটি ডিম ছুড়ে রাজতান্ত্রিক শাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানান ঐ ব্যক্তি।
পুলিশ কর্মীরা ডিম ছুড়ে মারা ওই ব্যক্তিকে আটকে রাখার সময় তিনি চিৎকার করে বলতে থাকেন, ‘এই দেশটি কৃতদাসদের রক্ত দিয়ে গড়া হয়েছে।’
চার্লস এবং ক্যামিলা ইয়র্কশায়ারে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছেন। রাজা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম এ ধরণের পরিস্থিতির সম্মুখীন হলেন রাজা চার্লস। খবর- পার্সটুডের
ব্রিটেনে রাজপরিবারকে নিয়ে সব সময় সমালোচনা রয়েছে। সম্প্রতি রানি দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় বিপুল অর্থ ব্যয় নিয়েও সর্বত্র সমালোচনা হয়েছে। ব্রিটেনে যখন অর্থনৈতিক সমস্যা মারাত্মক হয়ে উঠেছে তখন জনগণের ট্যাক্সের টাকা ব্যবহার করে এ ধরণের অনুষ্ঠান আয়োজন করা উচিত হয়নি বলে অনেকেই মন্তব্য করেছেন ।
A protester has thrown eggs at the UK’s King Charles during a tour of the city of York in England ⬇️ pic.twitter.com/2mgQLnIvK7
— Al Jazeera English (@AJEnglish) November 9, 2022
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.