আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ৪৫০ কোটি ডলারের ঋণের প্রাপ্তির বিষয়ে সুখবর মিলেছে। কঠিন কোনো শর্ত ছাড়াই বাংলাদেশকে সাত কিস্তিতে এই টাকা দেবে সংস্থাটি। তারমধ্যে প্রথম কিস্তি পাবে আগামী ফেব্রুয়ারি মাসে।
আজ (৯ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার ও অর্থ বিভাগের সচিবসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনের কিছু সময় আগে সফররত আইএমএফ প্রতিনিধিদের সাথে বৈঠক করেন তিনি।
উল্লেখ, চলতি হিসাবে ব্যাপক ঘাটতি ও বৈদেশিক মুদ্রার রিজার্ভের উপর সৃষ্ট চাপ মোকাবেলায় ৪৫০ কোটি ডলারের ঋণ চেয়ে গত জুলাই মাসে আইএমএফকে চিঠি দেয় সরকার। এরপর নিয়ম অনুযায়ী বিভিন্ন তথ্য যাচাইয়ের জন্য দুই সপ্তাহের সফরে ঢাকায় আসে আইএমএফ মিশন। গত ২৬ অক্টোবর থেকে অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ, পরিসংখ্যান ব্যুরো, বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনসহ বিভিন্ন সংস্থার সঙ্গে বৈঠক করেছেন তারা। মিশনকে বেশ কিছু পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক ও সরকারের বিভিন্ন দফতরের প্রধানদের।
সিরিজ আলোচনার পর বাংলাদেশকে ওই ঋণ দেওয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেয় আইএমএফ।
অর্থসূচক/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.