শরীয়াহ্ভিত্তিক আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের ২০১তম শাখা হিসেবে টেকেরহাট শাখার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (০৩ নভেম্বর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মোঃ আলী উক্ত শাখার উদ্বোধন করেন। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোঃ মাসুদুর রহমান শাহ, প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ, বরিশালের আঞ্চলিক প্রধান মোঃ আব্দুর রউফ, রাজৈর উপজেলা ভাইস চেয়ারম্যান শেখ ফজলুল হক বাবু, রাজৈর পৌর মেয়র নাজমা রশিদ, ব্যাংকের টেকেরহাট শাখার ব্যবস্থাপক আনোয়ার হোসেন শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান উপলক্ষে এক দোয়া মাহ্ফিলের আয়োজন করা হয়।
শাখাটির ঠিকানা, জে কে কমপেক্স, পল্লী বিদ্যুৎ অফিস রোড, টেকেরহাট বাজার, টেকেরহাট, রাজৈর, মাদারীপুর।
অর্থসূচক/ এইচএআই
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.