সেমিফাইনালে যাওয়ার লড়াইয়ে টিকে থাকতে জিম্বাবুয়ের বিপক্ষে জয়ের বিকল্প নেই বাংলাদেশের। দুর্দান্ত ছন্দে থাকা জিম্বাবুয়ের বিপক্ষে এদিন গ্যাবায় টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসান। এদিন একাদশে একটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। যেখানে মেহেদি হাসান মিরাজের জায়গায় সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি।
ব্যাটিংয়ে নেমে প্রথম ওভারের সবগুলো বলই খেলেছেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় ওভারের প্রথম বলে স্ট্রাইকে থেকে চারও মেরেছেন তিনি। তৃতীয় বল খেললেন সৌম্য সরকার, এরপরই হয়ে গেলেন আউট। কোন রান না করেই সাজঘরে ফেরত গেছেন এই উদ্বোধনী ব্যাটার।
গ্যাবাকে বলা হয়ে থাকে পেসারদের জন্য স্বর্গ। উইকেটে খানিকটা ঘাস থাকায় পেসাররা বরাবরই সেখান থেকে বাড়তি সুবিধা পেয়ে থাকেন। রিচার্ড এনগারাভার প্রথম ওভারে অন্তত সেটারই দেখা মিলেছে। অফ স্টাম্পের বাইরে পড়ে বেরিয়ে যাওয়া বল সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ওপেনার পারলেও পরের ওভারে ব্লেসিং মুজারাবানিকে সামলাতে পারেননি সৌম্য সরকার। ডানহাতি এই পেসারের বেলায় সৌম্য টিকলেন মাত্র দুই বল।
মুজারানির অফ স্টাম্পের বাইরের বল কভারে পুশ করতে গিয়ে এজ হয়ে উইকেটকিপার রেজিস চাকাভার গ্লাভসে ক্যাচ দেন তিনি। অফ ফর্মে থাকা সৌম্য এদিন আউট হয়েছেন শূন্য রানে। ক্রিজে এসে প্রথম বলেই চার মেরে রানের খাতা খোলেন লিটন দাস। পরে মেরেছেন আরও দুটি চার। তবে রান তোলায় তাড়াহুড়ো করতে গিয়ে উইকেট দিয়ে এসেছেন ডানহাতি এই ব্যাটার।
মুজারাবানির লেংথ ডেলিভারিতে স্কুপ করতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক করতে পারেননি লিটন। তাতে এজ হয়ে বল যায় শর্ট থার্ডম্যানে, সেটা লুফে নিতে ভুল করেননি টেন্ডাই চাতারা। ফলে তিনে নেমে ১২ বলে ১৪ রানের ইনিংস খেলে সাজঘরে ফিরে যেতে হয় লিটনকে। পাওয়ার প্লেতে ২ উইকেট হারিয়ে ৩২ রান তোলে বাংলাদেশ।
৬ ওভার পরও রান রেট ৬-৭ এ রেখেই স্কোরবোর্ডে রান যোগ করতে থাকেন সাকিব আল হাসান ও শান্ত। ১০ ওভারে দলীয় রান গিয়ে দাঁড়ায় ৬২। বিরতির পর এই জুটি হাত খুলতে শুরু করেন। বিশেষ করে শান্ত দ্রুত রান তোলার চেষ্টা করছেন। কিন্তু ১৩তম ওভারে ৪ বলে এক রান আসায় ৫ম বলে দলকে চাপমুক্ত করতে গিয়ে ৩০ গজে আউট হন সাকিব। শন উইলিয়ামসকে উইকেট ছুঁড়ে দেয়ার আগে তিনি করেন ২০ বলে ২৩ রান। পরের ওভারে রাজার বিপক্ষে সিঙ্গেল নিয়ে ৪৫ বলে হাফ সেঞ্চুরি পুরণ করেন শান্ত।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.