বিএসইসি-ডিএফএসএর সমঝোতা স্মারক স্বাক্ষর

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাই ফাইন্যান্সিয়াল সার্ভিস অথরিটির (ডিএফএসএ) সাথে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ।

শুক্রবার (২৮ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরে স্থানীয় এ সমঝোতা স্মারক স্বাক্ষর করেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম এবং ডিএফএসএ’র প্রধান নির্বাহী ল্যান জনস্টোন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএসইসির নির্বাহী পরিচালক ও ফাইন্যান্সিয়াল মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেছেন, ‘স্বাধীনতা এবং বন্ধুত্বের ৫০ বছর পর বিএসইসি ও ডিএফএসএর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এতে দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন মাত্রা যোগ হলো। এ চুক্তি বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের পুঁজিবাজারকে অনেক দূর এগিয়ে নেবে। দুই দেশের নাগরিকরা এর সুফল ভোগ করবে।’

ডিএফএসএর প্রধান নির্বাহী ল্যান জনস্টোন বলেছেন, ‘বিএসইসি এবং ডিএফসিএর মধ্যে এই সমঝোতার ফলে দুই দেশের বাজার অধিকতর ব্যবসাবান্ধব হবে এবং বিনিয়োগকারীদের আস্থা আরও দৃঢ় হবে। এর মাধ্যমে পুঁজিবাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো আরও ভালোভাবে কাজ করবে এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত হবে।’

এ সমঝোতার মাধ্যমে দুই প্রতিষ্ঠানের সুপারভিশন ও এনফোর্সমেন্ট ক্রিয়াকলাপের ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার সুযোগ তৈরি হলো। এর ফলে উভয় দেশের পুঁজিবাজারে পারস্পরিক যোগাযোগ বাড়বে, যা আইন প্রণয়ন, পুঁজিবাজারে কর্মরত লোকবলের দক্ষতা উন্নয়ন ও প্রশিক্ষণ এবং পুঁজিবাজারে নতুন পণ্য ও সেবা প্রণয়ন ইত্যাদি বিষয়ে সহায়ক ভূমিকা পালন করবে।

অর্থসূচক/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.