এমিরেটস বোর্ডিং পাস দিয়ে ইউএইতে অভাবনীয় ডিসকাউন্ট

এমিরেটসের দুবাই ভ্রমনকারী যাত্রীরা তাদের বোর্ডিং পাস এবং একটি বৈধ আইডি দেখিয়ে ইউএইর ৫০০ শতাধিক পয়েন্টে অভাবনীয় ডিসকাউন্ট পাবেন। এর মধ্যে রয়েছে রিটেইল শপ, অবকাশ ও বিনোদন কেন্দ্র, ডাইনিং আউটলেট, জনপ্রিয় আকর্ষনসমূহ, বিলাসবহুল স্পা ইত্যাদি।

‘মাই এমিরেটস উইন্টার পাস’ শীর্ষক এই ক্যাম্পেইনটি ১ নভেম্বর থেকে ৩১ মার্চ ২০২৩ পর্যন্ত কার্যকর থাকবে।

এ ছাড়াও ৩০ নভেম্বর পর্যন্ত এই পাস দেখিয়ে বিনামূল্যে পাওয়া যাবে ঘন্টাব্যাপী ট্যুর দুবাইয়ের ক্রিক সাইট সিয়িং ক্রজের টিকিট। ঢাউ বোটে এই ক্রজের জন্য আগেভাবে বুক করার প্রয়োজন পড়বে না, কাউনটারে বোর্ডিং পাস ও আইডি দেখিয়েই সুবিধা মতো সময়ে নৌবিহার করা যাবে।

শীতকালে দুবাইয়ে যথারীতি বিভিন্ন উৎসবের আয়োজন করা হয়ে থাকে। এ ছাড়াও এবার অনুষ্ঠিত হচ্ছে বেশ কটি বড় স্পোর্টস ইভেন্ট; এমিরেটস এয়ারলাইন দুবাই রাগবি সেভেন্স, ডিপি ওয়ার্ল্ড ট্যুর গলফ টুর্নামেন্ট।

এমিরেটস হলিডেজ ঢাকা অফিস থেকে অবকাশ প্যাকেজ ক্রয় করা যাবে। হলিডে প্যাকেজগুলো ক্রয়ের ক্ষেত্রে ফ্লেক্সিবল বুকিং অপশন সুবিধা রাখা হয়েছে। এমিরেটস হলিডেজের ২৪/৭ সার্ভিস টিম অবকাশ যাপনকারীদের প্রতি মুহুর্তে সহায়তা করার জন্য প্রস্তুত থাকবে।

এমিরেসট লয়্যলিটি প্রোগ্রাম স্কাইওয়ার্ডস সদস্যরা রিটেইল আউলেট কোন কিছু ক্রয়ের বিপরীতে মাইল বা পয়েন্ট অর্জন করতে পারবেন, যা তারা পরবর্তীতে টিকিট ক্রয়, আপগ্রেড, স্পোর্ট ও কনসার্ট টিকিট ক্রয় ইত্যাদিতে ব্যবহার করার সুযোগ পাবেন।

emirates.com, ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের এমিরেটস অফিস, ট্রাভেল এজেন্ট বা অনলাইন ট্রাভেল এজন্টদের মাধ্যমে এয়ারটিকিট ক্রয় করা যাবে।

এমিরেটস বর্তমানে দুবাই-ঢাকা-দুবাই রুটে সুপরিসর উড়োজাহাজের সাহায্যে সপ্তাহে ২১টি ফ্লাইট পরিচালনা করছে।

অর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.