পুঁজিবাজারে তালিকাভুক্ত খাদ্য খাতের কোম্পানি জেমিনি সি ফুড লিমিটেডের মুনাফায় সন্দেহজনক উঠা-নামার বিষয়টি খতিয়ে দেখবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এ লক্ষ্যে সংস্থাটি তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে।
বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।
তদন্ত কমিটির সদস্যরা হচ্ছেন বিএসইসির অতিরিক্ত পরিচালক মোঃ রকিবুর রহমান ও সহকারী পরিচালক ফয়সাল ইসলাম।
কমিটিকে তদন্ত শেষ করে কমিশনের কাছে রিপোর্ট জমা দেওয়ার জন্য ২০ কার্যদিবস সময় বেঁধে দেওয়া হয়েছে।
বিনিয়োগকারীদের স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিএসইসি।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.