ডিএসইতে কারিগরি ত্রুটি, লেনদেন বন্ধ

আবারও কারিগরি ত্রুটির কবলে পড়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। এ কারণে আজ (২৪ অক্টোবর)  সকাল ১০ টা ৫৮ মিনিটে লেনদেন বন্ধ হয়ে পড়ে। বলা পৌনে ১২টায় এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত লেনদেন বন্ধ ছিল।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

এ বিষয়ে জানতে যোগাযোগ করলে ডিএসইর গণসংযোগ বিভাগের প্রধান মোঃ শফিকুর রহমান অর্থসূচককে বলেন, কারিগরি ত্রুটির কারণে লেনদেন বন্ধ আছে। ডিএসইর ট্রেডিং প্ল্যাটফরম সরবরাহকারী নাসডাক ও তাদের নিজস্ব আইটি টিম ত্রুটি সারানোর চেষ্টা করছেন। ত্রুটি সারাতে পারলেই আবার লেনদেন শুরু হবে।তবে বেলা কয়টা নাগাদ লেনদেন শুরু হতে পারে সে বিষয়ে তিনি সুনির্দিষ্টভাবে কিছু বলতে পারেন নি।

এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম অর্থসূচককে বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ডিএসইতে লেনদেন বন্ধ আছে। ডিএসইর নিজস্ব আইটি টিম ও নাসডাকের প্রকৌশলীরা কাজ করছেন। ব্যাংকিং সময়ের মধ্যে ত্রুটি সারানো গেলে লেনদেন শুরু করা হবে।

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.