ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এমআরটি লাইন-১ এর নির্মাণ প্রকল্পে জন্য জাপান, ফ্রান্স, ভারত ও বাংলাদেশের আট প্রতিষ্ঠানকে পরামর্শক হিসেবে নিযুক্ত করেছে সরকার। এটি দেশের প্রথম পাতাল মেট্রোরেল প্রকল্প।
রোববার (২৩ আক্টোবর) রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এ সম্পর্কিত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
এ সময় তিনি বলেন, আগামী ডিসেম্বর মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেট্রোরেল ৬ এর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত উদ্বোধন করবেন। পদ্মা সেতুর উদ্বোধনের পর মানুষ অপেক্ষা করে আছে মেট্রোরেলের। একইসঙ্গে আগামী বছররের ডিসেম্বর পুরো মেট্রোরেলের ৬ কাজ শেষ হবে।২০৩০ সালের মোট ৬টি মেট্রোরেলের কাজ শেষ হবে।পাতাল পথে বিমানবন্দর থেকে কমলাপুর পুর্যন্ত ২৪ মিনিটে যাওয়া যাবে।
এমআরটি লাইন-১ এর সার্বিক নির্মাণ কাজ তদারকি করবে এসব প্রতিষ্ঠান। পরামর্শক সেবার চুক্তিমূল্য ১ হাজার ৫১৭ কোটি টাকা। এই প্রকল্পের দুটি রুট প্রথম রুট বিমানবন্দর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পুরোপুরি পাতালপথে হবে। নতুনবাজার-পূর্বাচলের দ্বিতীয় রুটটি হবে উড়াল পথে। পুরো মেট্রোটি নির্মাণে খরচ হবে ৫২ হাজার ৫৬১ কোটি টাকা। ২০২৬ সালে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা রয়েছে।
অর্থসূচক/এএম/এএইচআর
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.