৭ কোম্পানির বিক্রেতা নেই

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে গেছে ৭ কোম্পানির শেয়ারে। এত কোম্পানিগুলোর শেয়ার হল্টেড হয়ে মূল্য স্পর্শ করছে সার্কিট ব্রেকারে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- এডিএন টেলিকম, আমরা টেকনোলজি, তমিজ উদ্দিন টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, অ্যাপেক্স ফুডস, জেমিনী সী ফুড ও বিডি মনোস্পুল পেপার লিমিটেড।

সূত্র মতে, আজ বেলা ১২টা ০৮ মিনিট পর্যন্ত এডিএন টেলিকমের স্ক্রিনে ১ লাখ ৮০ হাজার ১৯৫টি শেয়ার কেনার আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৮৫ টাকা ২০ পয়সা দরে লেনদেন হয়।

এদিকে একই সময়ে আমরা টেকনোলজির স্ক্রিনে ১৮ লাখ ৫৪ হাজার  ২১৮টি  শেয়ার ক্রয়ের আবেদন থাকলেও বিক্রেতার ঘর শূন্য ছিল। আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার সর্বশেষ ৪৪ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়।

একই সময়ে তমিজ উদ্দিন টেক্সটাইল, জেএমআই সিরিঞ্জ, অ্যাপেক্স ফুডস, জেমিনী সী ফুড ও বিডি মনোস্পুল পেপার স্ক্রিনে অসংখ্য ক্রেতা থাকলেও বিক্রেতা নেই।

অর্থসূচক/এসএ/

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.