দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন এবং যুক্তরাষ্ট্রভিত্তিক ইউনাইটেড এয়ারলাইন্সের কার্গো পরিবহন বিভাগগুলো নিজেদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সমঝোতাস্মারক স্বাক্ষর করেছে। ইতোপূর্বে বিশ্বের বৃহৎ এই এয়ারলাইনগুলোর মধ্যে পারষ্পরিক সহযোগিতা সংক্রান্ত একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।
সম্প্রতি লন্ডনে অনুষ্ঠিত ‘ওয়ার্ল্ড কার্গো সিম্পোজিয়ামে’ এমিরেটসের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট, কার্গো নাবিল সুলতান, এবং ইউনাইটেড কার্গোর প্রেসিডেন্ট জেন ক্রেমস সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
স্মারক অনুযায়ী উভয় কার্গো পরিবহন সংস্থা কার্গো ইন্টারলাইন অপশন এবং ব্লকড স্পেস চুক্তির সম্প্রসারণসহ অন্যান্য বিষয় নিয়ে যৌথভাবে কাজ করবে। এর ফলে উভয় এয়ারলাইনের কার্গো গ্রাহকরা সুবিস্তৃত সম্মিলিত নেটওয়ার্ক এবং ক্যাপাসিটি সুবিধা পাবেন।
এমিরেটস স্কাইকার্গো এয়ারলাইনটির যাত্রীবাহী বিমানের বেইলিহোল্ডে শতাধীক গন্তব্যে কার্গো পরিবহন করা ছাড়াও বিভিন্ন গন্তব্যে ১১টি ফ্রেইটার পরিচালনা করে থাকে। ইউনাইটেড কার্গোর সঙ্গে সমঝোতার ফলে এমিরেটস স্কাইকার্গো যুক্তরাষ্ট্রের দুইশতাধীক নগরী এবং ৫টি মহাদেশের তিনশতাধীক নগরীতে কার্গো পরিবহন সেবা প্রদানে সক্ষম হবে।
অর্থসূচক/ এইচএআই



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.