সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ১৩ প্রয়াত অগ্নিনির্বাপক কর্মীর পরিবারকে সাহসিকতা পুরস্কার প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশন। রোববার (২ অক্টোম্বর) রাজধানীর গুলশানে এমটিবি হেড আফিসে এই পুরস্কার দেওয়া হয়।
সীতাকুণ্ডের অগ্নিকাণ্ডে নিহত অগ্নিনির্বাপক কর্মীদের পরিবারকে সহসিকাতার সনদ এবং চেক প্রদান করেছে এমটিবি ফাউন্ডেশন। ব্যাংকটি এটি নিয়ে অগুনে নিহতদের জন্য ১১ তম অনুষ্ঠান করলো।
অনুষ্ঠানের ব্যাংকটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সৈয়দ মঞ্জুর ইলাহী, ও পরিচালক মো. ওয়াকিলুদ্দিন এর উপস্থিতিতে মরহুম ফায়ার ফাইটারদের পরিবারের সদস্যদের কাছে বিশেষ স্মারক ক্রেস্ট এবং ব্যক্তিগত চেক হস্তান্তর করা হয়।
এবারের পুরস্কারপ্রাপ্তরা হলেন- মিঠু দেওয়ান, নিপন চাকমা, মো. ইমরান হোসেন মজুমদার, মো. রানা মিয়া, আলাউদ্দিন, শাকিল তরফদার, রমজানুল ইসলাম, সালাউদ্দিন কাদের চৌধুরী, গাউসুল আজম, রবিউল ইসলাম, ফরিদুরুজ্জামান, শফিউল ইসলাম ও মনিরুজ্জামান।
অনুষ্ঠানে আরোও উপস্থিতি ছিলেন চেয়ারম্যান, রাশেদ আহমেদ চৌধুরী, পরিচালক, নাসরীন সাত্তার, ও ফারুক আহমেদ সিদ্দিকী, স্বাধীন পরিচালক, সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও, চৌধুরী আখতার আসিফ, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও জিসিআরও, গৌতমপ্রসাদ দাস, মো. খালিদ মাহমুদ খান ও রইস উদ্দিন আহমেদ, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর ও জিসিআরও।ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা, এমটিবি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সামিয়া চৌধুরী এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-পরিচালক মামুন মাহমুদ, পিএসসির, পরিচালক (অপারেশন এবং রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল জিল্লুর রহমান।
এমটিবি ফাউন্ডেশন ২০১২ সালে সাহসিকতার বিভিন্ন কাজের স্বীকৃতি এবং নিঃস্বার্থ ব্যক্তি এবং তাদের পরিবারকে পুরস্কৃত করার লক্ষ্যে সাহসী ও সাহসিকতা পুরস্কার প্রবর্তন করেছিল।
অর্থসূচক/এএম/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.