ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের একাদশ জাতীয় সম্মেলন অনুষ্ঠিত

ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্টের “একাদশ জাতীয় সম্মেলন” জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমী (মিলনায়তন ভবন), নীলক্ষেত, ঢাকায় অনুষ্ঠিত হয়।

শনিবার (০১ অক্টোবর) সকাল ১০.০০টায় উদ্বোধনী অনুষ্ঠানে সংগঠনের সভাপতি অধ্যাপক এম আবু সাঈদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. নজরুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার সভাপতি বাংলাদেশ কৃষিবিদ ইউনিয়ন।

অধ্যাপক ডা. নজরুল ইসলাম বলেন,দেশের চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন না করলে রোগীরা বিদেশমূখী হয়ে পড়বে। দেশের সুনামের স্বাখে স্বাস্খ্য ব্যবস্খার উন্নয়ন জরুরী বলে তিনি মনে করেন। সেই সুনাম ফিরিয়ে আনা সবার সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সেটা সম্ভব।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক নূর মোহাম্মদ তালুকদার বলেন, টাকাওয়ালারা দেশের চিকিৎসা সেবা উপেক্ষা করে বিদেশে সেবা নেয়। কিন্তু যাদের সেই সক্ষমতা নেই তারা দেশের  জরাজীর্ন সেবা নেয় যা অনেকসময় ব্যয়বহুল। তিনি দেশেই উন্নত ও সহজলভ্য চিকিৎসা চালু করার আহ্বান জানান।

ড. মোস্তাক হোসেন বলেন,সমন্বিত উদ্যোগ ছাড়া দেশের স্বাস্খ্য ব্যবস্থ্যার উন্নয়ন হবে না।

সভাপতির বক্তব্যে অধ্যাপক ডা. এম আবু সাঈদ বলেন, দেশের স্বাস্থ্য ব্যবস্থার আমুল পরিবর্তন প্রয়োজন। যেখানে সাধারণ জনগনের স্বার্থ ও মতামতের প্রতিফলন ঘটবে। তিনি এ বিষয়ে সরকারসহ সকল স্তরের জনগণকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

এছাড়াও অধ্যাপক নাজমুননাহার সাবেক সভাপতি ডক্টরস ফর হেলথ এন্ড এনভায়রনমেন্ট, অধ্যাপক ডা. হারুন-অর রশিদ, অধ্যাপক ডা. মনিরুল ইনলাম প্রমূখ।

আর্থসূচক/ এইচএআই

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.