সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের সাথে গম ও ভুট্টা চাষের জন্য বাংলাদেশ ব্যাংক কর্তৃক গঠিত ১ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন স্কিম বিষয়ক অংশগ্রহণ চুক্তি সম্পাদন করেছে সাউথইস্ট ব্যাংক লিমিটেড।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ.কে.এম. সাজেদুর রহমান খানের উপস্থিতিতে সাউথইস্ট ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম. কামাল হোসেন এবং বাংলাদেশ ব্যাংকের কৃষি ঋণ বিভাগের পরিচালক মোঃ আবুল কালাম আজাদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।
এ সময় উভয় প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.