কিরগিজস্তান ও তাজিকিস্তান সীমান্তে দুই দেশের বাহিনীর তুমুল সংঘর্ষে অন্তত ২৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮৭ জন। শনিবার এক প্রতিবেদনে জানিয়েছেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।
শনিবার ভোরে কিরগিজস্তান স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্তবর্তী বাতকেন অঞ্চলের হাসপাতালে এখন পর্যন্ত ২৪ জনের লাশ পৌঁছে দেওয়া হয়েছে।
গত সপ্তাহের শুরুতে দুই দেশের সীমান্তে থেমে থেমে সংঘর্ষ শুরু হয়। কিন্তু শুক্রবার (১৬ সেপ্টেম্বর) তা মারাত্মক পর্যায়ে পৌঁছায়। ভারী ট্যাংক, কামান এবং রকেট লঞ্চারসহ অন্যান্য অস্ত্র নিয়ে লড়াই চলে উভয়পক্ষের। গোলার শব্দে আতঙ্ক ছড়িয়ে পড়ে সীমান্তজুড়ে।
কিরগিজস্তানের আঞ্চলিক রাজধানী বাতকেন-এ রকেট হামলা চালায় তাজিক যোদ্ধারা। এমন অভিযোগ এনে দেশটির জরুরি মন্ত্রণালয় জানিয়েছে, ‘তীব্র সংঘর্ষে হতাহত এড়াতে সীমান্ত এলাকা থেকে নিজেদের ১ লাখ ৩৬ হাজার বেসামরিক মানুষকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ।’
এক বিবৃতিতে কিরগিজ সীমান্ত বাহিনী বলেছে, ‘তাদের বাহিনী তাজিক হামলা প্রতিহত করে যাচ্ছে। প্রতিনিয়ত গোলাবর্ষণের শিকার হচ্ছে। কয়েকটি এলাকায় তীব্র সংঘর্ষ চলছে।’
পাল্টা অভিযোগ এনে তাজিকিস্তান দাবি করছে, ‘কিরগিজ বাহিনী তাদের অবস্থান আরও শক্তিশালী করছে। পাশাপাশি আমাদের সীমান্তবর্তী তিনটি সীমান্তবর্তী গ্রামে ব্যাপক গুলি চালিয়েছে’।
#BREAKING: #Tajikistan & #Kyrgyzstan are at the edge of a full scale war. Videos taken yesterday & today shows how their border clashes have become intense. You can see a Tajik T-72B main battle tank exploding after being hit by a Kyrgyz anti-tank missile in this footage! pic.twitter.com/EOsvRSNAZQ
— Babak Taghvaee – The Crisis Watch (@BabakTaghvaee1) September 16, 2022
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.