আয়কর সংক্রান্ত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একটি পরিপত্র নিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের মধ্যে। আগামী অর্থবছরের জন্য প্রকাশিত পরিপত্রের কারণে পুঁজিবাজারে ব্যক্তি বিনিয়োগকারীদের মূলধনী মুনাফায় তথা শেয়ার বেচাকেনার মাধ্যমে অর্জিত আয় থেকে করমুক্ত সুবিধা প্রত্যাহার হয়েছে বলে গুজব ছড়িয়েছে।
তবে এসইসি ও এনবিআর সূত্র জানিয়েছে, ক্যাপিটাল গেইনের করসুবিধায় কোনো পরিবর্তন আনা হয়নি। ব্যক্তি পর্যায়ের ক্যাপিটাল গেইনে করমুক্ত সুবিধা বহাল আছে।
আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) এনবিআরের করনীতি উইং থেকে ২০২২-২৩ অর্থবছরের বাজেট কার্যক্রমের মাধ্যমে আয়করের ক্ষেত্রে আনা পরিবর্তন সম্পর্কিত স্পষ্টীকরণে ‘আয়কর পরিপত্র ২০২২-২০২৩’ প্রকাশ করা হয়। এই আয়কর পরিপত্রের আয়কর অধ্যাদেশ, ১৯৮৪-এর ধারা ৩২ সংশোধনী এনে বলা হয়, ‘১২.২ সরকারি সিকিউরিটিজ এবং পাবলিক কোম্পানির স্টকস্ ও শেয়ার হস্তান্তর হতে অর্জিত মূলধনি আয় করযোগ্য।’
এতে ব্যক্তি বিনিয়োগকারীদের ক্যাপিটাল গেইন করমুক্ত থাকবে কি-না তা নিয়ে বিভ্রান্তি ছড়িয়ে পড়ে।
বিএসইসি ও এনবিআর সংশ্লিষ্ট সূত্রগুলোর ভাষ্য, অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের আয়কর প্রজ্ঞাপন অর্থাৎ এসআরও নং ১৯৬-আইন/আয়কর/২০১৫ এর
(খ) দফা অনুযায়ী, ব্যক্তি পর্যায়ে ক্যাপিটাল গেইনে এখনো করমুক্ত সুবিধা বহাল আছে। কারণ ওই এসআরওটি বাতিল করা হয়নি।
বিস্তারিত আসছে .. . . . .



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.