যুক্তরাজ্যে ৪৭ লাখেরও বেশি ব্যাংক নোটের উপর রানির মুখ রয়েছে। আর তার সবই প্রতিস্থাপিত করা হবে নতুন নোটদিয়ে।
সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, রানির মুখাবয়বসহ সাড়ে ৪০০ কোটি পাউন্ড স্টার্লিং নোট প্রচলিত রয়েছে। সব মূল্যমানের নোট মিলিয়ে এর দাম ৮ হাজার কোটি পাউন্ড। নতুন রাজার ছবিযুক্ত নোট দিয়ে এগুলো প্রতিস্থাপন করতে কমপক্ষে ২ বছর সময় লাগতে পারে। সর্বশেষ ৫০ পাউন্ডের সিন্থেটিক নোট ইস্যু করার সময় পুরনোগুলো প্রত্যাহার এবং নতুন নোট সরবরাহে ব্যাংক অব ইংল্যান্ডের ১৬ মাস সময় লেগেছিল।
রানি যখন ১৯৫৩ সালে সিংহাসনে অধিষ্ঠিত হন, তখন ব্যাংক নোটে কোনো রাজা-রানির ছবি থাকত না। তা ১৯৬০ সালে পরিবর্তিত হয়। সে বছর নতুন রানি দ্বিতীয় এলিজাবেথের মুখমণ্ডলের ছবি ১ পাউন্ডের ব্যাংক নোটে শোভা পায়। নোট ডিজাইনার রবার্ট অস্টিনের আঁকা রানির মুখের ছবিকে কেউ কেউ খুব কঠিন চেহারা বলে সমালোচনা করেছিলেন। নতুন রাজারকে একটি ছবির বিষয়ে সরকারকে বাকিংহাম প্যালেসের সঙ্গে একমত হতে হবে। কানাডার কিছু ২০ ডলারের ব্যাংক নোটে, নিউজিল্যান্ডের ধাতব মুদ্রায় এবং ইস্টার্ন ক্যারিবিয়ান সেন্ট্রাল ব্যাংকের সব মুদ্রা ও নোটে রানির ছবি রয়েছে। কমনওয়েলথভুক্ত আরো কিছু দেশে এরকম দেখা যাবে।
বিবিসি বলছে, যুক্তরাজ্যের একমাত্র কয়েন প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়্যাল মিন্ট নতুনভাবে রাজার মুখচ্ছবি সম্বলিত কয়েন ঠিক কবে নাগাদ বাজারে ছাড়বে, তা প্রতিষ্ঠনটি আনুষ্ঠানিকভাবে জানাবে না। তবে রানির ছবি সম্বলিত কয়েন যে যুক্তরাজ্যে আরও বহু বছর চলবে, তাতে সন্দেহ নেই। কাজটি দীর্ঘমেয়াদী, প্রতিস্থাপন প্রক্রিয়াটি চলবে ধীরে ধীরে।
এছাড়াও কানাডার ২০ ডলারের নোট, নিউজিল্যান্ডের মুদ্রায় রানির ছবি রয়েছে। এছাড়া ইস্টার্ন ক্যারিবিয়ান কেন্দ্রীয় ব্যাংকের ইস্যু করা সব মুদ্রা ও নোটে রয়েছে রানির ছবি। কমনওয়েলথভুক্ত কয়েকটি দেশের মুদ্রাতেও রয়েছে রানির ছবি।
ইতিহাসের ধারা মেনে চললে মুদ্রায় পরিবর্তন আসবে ধীরগতিতে।



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.