এসআইবিএলয়ে পদোন্নতি প্রাপ্তদের সংবর্ধনা অনুষ্ঠিত

২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের জন্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) ঢাকার অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম এবং সভাপতিত্বে ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান মোঃ কামাল উদ্দিন, ব্যাংকের পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ও প্রফেসর ড. মোহাম্মদ মিজানুর রহমান।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আবু রেজা মোঃ ইয়াহিয়া, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ সামছুল হক ও মুহাম্মদ ফোরকানুল্লাহ এবং মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল-ফারুক সহ অন্যান্য উর্ধ্বতন নির্বাহীগণ।

অনুষ্ঠানে ২০২২ সালের পদোন্নতি প্রাপ্ত কর্মকর্তাদের ক্রেস্ট প্রদান করা হয়। এসময় ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার ৫০টি শাখার সর্বস্তরের প্রায় ২০০০ কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান ড. মোঃ মাহবুব উল আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং উপস্থিত কর্মকর্তা-কর্মচারিদের উদ্দেশ্যে বলেন, আপনারা সৌভাগ্যবান যে আপনারা একটি ইসলামী ব্যাংকে কাজ করেন। আর তাই সকলকে ব্যাংকের মাধ্যমে মানব কল্যাণে কাজ করার আহবান জানান। ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম পদোন্নতি প্রাপ্তদের অভিনন্দন জানান এবং আগামীতে আরও অধিক পদোন্নতি দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন । তিনি সকলকে আরও বেশি আন্তরিকতার সাথে গ্রাহকসেবা প্রদানের আহবান জানান।

অর্থসূচক/এইচএআই/এমআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.