জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে তাঁর স্ত্রী ইসরাত জাহান যৌতুক ও নির্যাতনের মামলা করেছেন। গতকাল বৃহস্পতিবার অভিযোগের পর আজ মিরপুর মডেল থানায় পুলিশ মামলাটি নথিভুক্ত করে।
শুক্রবার বিষয়টি নিশ্চিত করে মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন জানান, ইসরাত জাহান গতকাল বৃহস্পতিবার থানায় ২০ লাখ টাকা যৌতুদের দাবি ও মারধরের লিখিত অভিযোগ জানান।
এর আগে থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেছিলেন, ‘ইসরাত জাহান একটি লিখিত অভিযোগ করেছেন। মামলা হিসেবে নথিভুক্ত হয়নি। কারণ, আমি যতটুকু শুনেছি; বিষয়টি তাদের মধ্যে এরইমধ্যে নিষ্পত্তি হয়ে গেছে। মানে, তারা এখন একসঙ্গে রয়েছেন। থাকবেনও। তারা যদি মিলে যায়, তাহলে তো আর কিছু করার নেই।’
এরপর আজ মামলা নথিভুক্ত হওয়ার খবর নিশ্চিত করেন তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম সুমন। এক প্রশ্নে পুলিশের এই কর্মকর্তা বলেন, ‘বিষয়টি নিয়ে আমরা এখন তদন্ত করব। তদন্তের পর পরবর্তী পদক্ষেপ সম্পর্কে বলতে পারব।’
মামলার বিবরণীতে ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান লিখেছেন, গত ২৫ আগস্ট আনুমানিক রাত ১০টায় যৌতুকের ২০ লাখ টাকা আনা হয়েছে কি না জিজ্ঞেস করেন। এতো টাকা তাঁর (ইসরাত) বাবার পক্ষে দেওয়া সম্ভব না জানালে এলোপাথারি মারধর করেন আল আমিন।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.