এসইবিএল পরিবেশকদের অর্থায়ন করবে ইবিএল

শাওমির ন্যাশনাল ডিস্ট্রিবিউটর সোলার ইলেকট্রো বাংলাদেশ লিমিটেড (এসইবিএল) এর পরিবেশকদের ঋণ সুবিধা দিবে ইস্টার্ণ ব্যাংক লিমিটেড (ইবিএল)।

সম্প্রতি ঢাকায় এতদ্বসংক্রান্ত চুক্তিতে স্বাক্ষর করেন ইবিএল বিজনেস, রিটেইল ও এসএমই ব্যাংকিং বিভাগ প্রধান সৈয়দ জুলকার নায়েন এবং এসইবিএল ডিস্ট্রিবিউশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী দেওয়ান কানন, ইবিএল হেড অব অ্যাস্টেটস এন্ড রিকভারি তাসনিম হোসেন, সাপ্লাই চেইন ফাইন্যান্সিং বিজনেসের ভারপ্রাপ্ত প্রধান জায়েদ বিন হাসান, সিনিয়র রিলেশনশীপ ম্যানেজার- কর্পোরেট ব্যাংকিং ডিভিশন মঞ্জুরুল কুদ্দুস শুভ এবং এসইবিএল-এর ফাইন্যান্স কন্ট্রোলার রায়হান শরফুদ্দীনসহ অন্যান্যরা এসময় উপস্থিত ছিলেন ।

অর্থসূচক/এমআর

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.