ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ৬৯ লাখ ৪৬ হাজার ১৩৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৭৭ কোটি ৭৭ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে সাউথবাংলা ব্যাংক লিমিটেডের। কোম্পানিটি ১৮ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ওরিয়ন ইনফিউশন লিমিটেড ১৩ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
ওরিয়ন ফার্মা ১০ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আল-হাজ্ব টেক্সটাইল, আলিফ ম্যানুফ্যাকচারিং, এএমসিএল প্রাণ, অ্যাপেক্স ফুডস,বিবিএস কেবলস, বিডিকম অনলাইন, বেঙ্গল উইন্ডসোর থার্মোপ্লাস্টিক, বেক্সিমকো, বেক্সিমকো ফার্মা, কপারটেক ইন্ডাস্ট্রিজ, দেশ গার্মেন্টস, ইস্টার্ণ হাউজিং, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফরচুন সুজ, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, ইমাম বাটন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, কেডিএস অ্যাক্সেসরিজ, লুব-রেফবিডি, মালেক স্পিনিং, মেঘনা কনডেন্সড মিল্ক, মেট্রো স্পিনিং, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট,ন্যাশনাল ব্যাংক, নিউলাইন ক্লোথিংস, ন্যাশনাল টি, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ইন্স্যুরেন্স, আরডি ফুড, স্যালভো কেমিক্যাল, সামিট অ্যালায়েন্স পোর্ট,সাউথবাংলা ব্যাংক, সোনালী পেপার, স্কয়ার ফার্মা,সানলাইফ ইন্স্যুরেন্স ও তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
অর্থসূচক/এসএ/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.