দেশে বিদ্যুৎ সাশ্রয়ে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে সরকার। যা বাস্তবায়ন জুলাই মাস থেকে শুরু হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার ১ সেপ্টেম্বর থেকে নতুন নির্দেশনা কার্যকরের কথা জানিয়েছে। এর মধ্যে মধ্যরাত থেকে ওষুধের দোকান বন্ধের কথা বলা হয়েছে।
এদিকে মধ্যরাতে ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বৃহস্পতিবার (২৫ আগস্ট) স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা তাকে এ বিষয়ে অবগত করলে তিনি এ বিস্ময় প্রকাশ করেন। এমনকি স্বাস্থ্যমন্ত্রী এই সিদ্ধান্তের বিষয়ে জানেন না বলে কর্মকর্তাদের জানান।
মন্ত্রী ওষুধের দোকান বন্ধের সিদ্ধান্তের সঙ্গে স্ট্রংলি দ্বিমত পোষণ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান।
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ একটি গণবিজ্ঞপ্তিতে বলেছে, সিটি করপোরেশনের আওতাভুক্ত সব এলাকায় শৃঙ্খলা আনয়ন ও ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সব দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি রাত আটটা থেকে বিভিন্ন সময়সূচি অনুযায়ী বন্ধ করতে হবে। সাধারণ ওষুধের দোকানের ক্ষেত্রে রাত ১২টা থেকে তা কার্যকর হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে।
এ ছাড়া সিটি করপোরেশনের আওতাভুক্ত সব এলাকায় শৃঙ্খলা আনয়ন ও ঢাকা শহর পরিচালনায় সুষ্ঠু ব্যবস্থাপনার লক্ষ্যে সব দোকানপাট, শপিং মল, মার্কেট, বিপণি বিতান, কাঁচাবাজার, বাণিজ্যিক প্রতিষ্ঠান ইত্যাদি রাত আটটা থেকে বিভিন্ন সময় সূচি অনুয়ায়ী বন্ধ করতে হবে। সাধারণ ওষুধের দোকানের ক্ষেত্রে রাত ১২টা থেকে তা কার্যকর হবে। আর হাসপাতালের সঙ্গে সংযুক্ত নিজস্ব ওষুধের দোকান রাত ২টায় বন্ধ করতে হবে। সকল প্রকার রেস্তঁরা (রান্নাঘর) ১০টায় বন্ধ এবং খাবারের দোকান (খাবার সরবরাহ) রাত ১১টা পর্যন্ত। চলচ্চিত্র প্রেক্ষাগৃহসহ চিত্ত-বিনোদনমলূক প্রতিষ্ঠান/স্থাপনা রাত ১২টায় বন্ধ করার কথা বলা হয়েছে গণবিজ্ঞপ্তিতে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.