নয় বছর আগে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় একটি হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় চারজনের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার চাঁদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্র্যাইব্যুনালের বিচারক জান্নাতুল ফেরদৌস চৌধুরী এ রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- মতলব দক্ষিণ উপজেলার রসুলপুর গ্রামের জিয়া, কামাল মিয়াজী, আবুল বাশার ও মাহমুদা আক্তার। এদের মধ্যে মাহমুদা আক্তার পলাতক আছেন। বাকি তিন আসামির উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন বিচারক।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) সাইয়েদুল ইসলাম বাবু জানান, ২০১৩ সালের ২০ মে মতলব দক্ষিণ উপজেলায় রসুলপুর গ্রামের রহিমাকে হত্যা করা হয়। এ ঘটনার দুদিন পর থানায় মামলা হয়। তদন্ত শেষে পুলিশ ওই বছরের সেপ্টেম্বরে আদালতে অভিযোপত্র দাখিল করলে এ মামলার বিচারকাজ শুরু হয়। আসামিরা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে মঙ্গলবার বিচারক তাদের সবাইকে মৃত্যুদণ্ডাদেশ দেন।
মামলার বরাত দিয়ে তিনি বলেন, ২০১৩ সালের ২১ মে পূর্বপরিকল্পিতভাবে রহিমাকে ফাঁদে ফেলে একটি ভুট্টা খেতে নিয়ে তাকে ধর্ষণ ও পরে গলা টিপে হত্যা করেন আসামিরা। পরে সেখানেই নিহতের মরদেহ ফেলে রেখে যান তারা। এই ঘটনার পরদিন নিহতের বাবা সফিউল্লাহ মিয়াজী বাদী হয়ে মতলব দক্ষিণ থানায় একটি হত্যা মামলা করেন। তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আসামিদের গ্রেফতার করে পুলিশ।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.