আফগানদের হারিয়ে সিরিজ আয়ারল্যান্ডের

পাঁচ ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে বৃষ্টি আইনে আফগানিস্তানকে ৭ উইকেটে হারাল আয়ারল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাওয়া এ জয়ে ৩-২ ব্যবধানে সিরিজ জিতে নিলো অ্যান্ডি বালবির্নির দল। সিরিজের প্রথম দুই ম্যাচে অবশ্য আইরিশরাই জিতেছিল, পরের দুই ম্যাচ জিতে সিরিজে ফেরে আফগানরা।

চার ম্যাচ শেষে ২-২ থাকায় এটাই ছিল অঘোষিত ফাইনাল। টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ৯৫ রান তোলে আফগানরা। এরপরই শুরু হয় বৃষ্টি। লম্বা সময় বৃষ্টি হওয়ার পর ডার্কওয়াথ লুইস-স্টার্ন পদ্ধতিতে যেতে হয় আম্পায়ারদের।

এই পদ্ধতিতে আয়ারল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ৭ ওভারে ৫৬ রানের। খুব সহজেই লক্ষ্যে পৌঁছে যায় আইরিশরা। ওপেনার পল স্টার্লিং ১০ বলে ১৬, বালবির্নি ৯ বলে ৯ এবং লরকান টাকার ১২ বলে ১৪ রানে ফিরে যান। হ্যারি টেক্টর ৫ বলে ৯ এবং জর্জ ডকরেল ৪ বলে ৭ রানে অপরাজিত থেকে জয়ের বন্দরে পৌঁছে দেন আইরিশদের। মাত্র ৪০ বলেই (৬.৪ ওভার) লক্ষ্যে পৌঁছে স্বাগতিকরা। আফগানদের হয়ে মুজিব উর রহমান দুটি এবং রশিদ খান একটি উইকেট নেন।

এর আগে আফগানিস্তানের ইনিংসে সর্বোচ্চ রান আসে উসমান ঘনির ব্যাটে। ৪০ বলে ৪৪ রানের ক্যামিও খেলে অপরাজিত ছিলেন তিনি। ইনিংসে ছিল তিনটি চার এবং দুটি ছক্কার মার। এছাড়া হজরতউল্লাহ জাজাই ৬ বলে ১০, নাজিবুল্লাহ জাদরান ১৬ বলে ১০, আজমতউল্লাহ ওমরযাই ১৪ বলে অপরাজিত ১৫ রান করেন। আইরিশদের হয়ে ১৬ রান খরচায় তিন উইকেট নেন মার্ক অ্যাডায়ার।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.