আট বছর কারাভোগের পর ৮ বাংলাদেশি যুবককে বেনাপোল চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করা হয়।
তারা হচ্ছেন- আব্দুল হামিদ (৩০), সোহেল মিয়া (২৩), আশিক শেখ (২৭), ফজলু রহমান (২৬), ইসমাইল হোসেন (৩২), সোহেল রানা (৩১), মো. আলামিন (২৮) ও শফি আলম (২২)।
আব্দুল হামিদ বলেন, ‘সংসারে অভাবের কারণে দালালের মাধ্যমে সীমান্ত পথে ভারতের মুম্বাইয়ে যাই। সেখানে কাজ করতে গিয়ে বিভিন্ন সময়ে পুলিশ আমাদের আটক করে আদালতে পাঠায় এবং আদালত ৮ বছরের সাজা দেন। সাজার মেয়াদ শেষে একটি এনজিও আমাদেরকে তাদের শেল্টার হোমে রাখে।’
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘গতকাল রাতে ৮ বাংলাদেশিকে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় পুলিশ। তাদেরকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও জাস্টিস অ্যান্ড কেয়ার তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তর করবে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.