ড্রোনবাহী যুদ্ধজাহাজ উন্মোচন করলো ইরান

ইরান প্রথমবারের মতো ড্রোনবাহী যুদ্ধজাহাজ উদ্বোধন করেছে। এই জাহাজে বিভিন্ন ধরনের ড্রোন বহন করা হবে এবং জাহাজ থেকে এসব ড্রোন তার লক্ষ্যবস্তুতে অভিযান চালাবে।

ইরানের বিরুদ্ধে আমেরিকা সামরিক হুমকির কয়েকদিন এই পদক্ষেপ নিল তেহরান। গতকাল (শুক্রবার) ভারত মহাসাগরের আন্তর্জাতিক পানি সীমানায় ইরান এই জাহাজের উদ্বোধন করে। এতে বিভিন্ন ধরনের সামরিক ড্রোন, গোয়েন্দা ড্রোন এবং সুইসাইড ড্রোন রয়েছে। খবর- পার্সটুডের

ইরানের পরমাণু জ্বালানি কর্মসূচি মোকাবেলা করার জন্য প্রয়োজনে সর্বশেষ ধাপে আমেরিকা সামরিক শক্তি ব্যবহার করতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন হুমকি দেয়ার দুইদিন পর ইরান নৌ-বাহিনীর এই ড্রোনবাহী জাহাজের উদ্বোধন করল।

গতকালের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের শীর্ষ পর্যায়ের সামরিক কমান্ডাররা অংশ নেন এবং সেসময় বিভিন্ন ধরনের ড্রোনের সক্ষমতা প্রদর্শন করা হয়। এরমধ্যে পেলিক্যান, হোমা, আরাশ, চামরুশ, জুবিন, আবাবিল ৪ এবং বভার-৫ সফলতার সাথে ভারত মহাসাগরের আকাশে সামরিক মহড়া চালায়।

ভারটিক্যালি উড্ডয়ন করতে সক্ষম কিছু ড্রোন এ মহড়া অংশ নেয়। এছাড়া, ফতেহ এবং তারেক সাবমেরিন থেকেও ড্রোন উৎক্ষেপণ করা হয়। ড্রোনবাহী জাহাজ উদ্বোধনের মাধ্যমে মধ্যপ্রাচ্য অঞ্চলে ইরান সর্বপ্রথম এই সক্ষমতা দেখালো।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.