গত কয়েক বছর ধরে সাদা পোশাকে ধুকছিল ইংল্যান্ড। সম্প্রতি লাল বলের ক্রিকেটে খারাপ সময় কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছে তারা। কিন্তু ভারতের বিপক্ষে চলমান ওয়ানডে সিরিজে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে ইংলিশরা। অবশ্য তা নিয়ে খুব বেশি ভাবতে রাজি নন মঈন আলি। এই ইংলিশ অলরাউন্ডার মনে করেন, হার থেকেও অনেক কিছু শেখা যায়, যা কখনও কখনও কাজে লাগে।
ভারতের বিপক্ষে টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচে হেরে সিরিজ খুইয়েছিল ইংল্যান্ড। অবশ্য তৃতীয় এবং শেষ টি-টোয়েন্টিতে জিতে হোয়াইটওয়াশ এড়ায় জস বাটলারের দল। এরপর ওয়ানডে সিরিজেও বাজে ভাবে শুরু করেছে ইংলিশরা। প্রথম ওয়ানডেতে জাসপ্রিত বুমরাহর দুর্দান্ত বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ডের ব্যাটাররা। এই পেসারের ৬ উইকেট শিকারের দিনে মাত্র ১১০ রানে অলআউট হয় ইংল্যান্ড। যেখানে ১০ উইকেটের বড় ব্যবধানে ম্যাচ জিতে নেয় ভারত।
মঈন বলেন, ‘আমরা কিছু ম্যাচ হেরেছি। যা আমাদের জন্য ভালো। সামনেই বিশ্বকাপ, আশা করি আমরা জিততে থাকবো। এমন নয় যে এখন আমরা সব জিততে চাই না। তবে অনেক সময় হার থেকেও বেশি শিক্ষা পাওয়া যায়।’
সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ইয়ন মরগান। তার অবসরের পর স্থায়ীভাবে ইংল্যান্ডের সাদা বলের অধিনায়কত্ব পেয়েছেন জস বাটলার। টি-টোয়েন্টির মতো ওয়ানডেতেও তার এই অধ্যায়ের শুরুটা হয়েছে পরাজয় দিয়ে। তবে খারাপ সময়ে বাটলারের পাশে দাঁড়িয়েছেন মঈন।
তিনি বলেন, ‘জস (বাটলার) একজন দুর্দান্ত অধিনায়ক। মরগ্যানের অনুপস্থিতিতে সে কয়েক ম্যাচে নেতৃত্ব দিয়েছে। তবে সব ফরম্যাটে (ওয়নাওডে এবং টি-টোয়েন্টি) একসঙ্গে দায়িত্ব পালন সহজ হবে না। নতুন অধিনায়ক হিসেবে সবাই চায় জয় দিয়ে শুরু করতে। তবে সে জানে এখনও অনেক পথ বাকি এবং দল অনেক দূর যাবে।’
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.