প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে অনুদান হিসেবে ১৫ লাখ টাকার চেক হস্তান্তর করেছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। কর্মকর্তা-কর্মচারিদের এক দিনের বেতন ও সিএসআর তহবিল থেকে এ অর্থ প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৭ জুলাই) বিএইচবিএফসি পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. মো. সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ এবং কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. আফজাল করিম বন্যার্তদের সাহায্যার্থে অনুদানের এ চেক হস্তান্তর করেন।
সরকার প্রধানের পক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সচিব মো.তোফাজ্জল হোসেন মিয়া চেকটি গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন এফআইডি সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ ।
অর্থসূচক/এইচডি/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.