ঈদে বাড়ি যাওয়া হলোনা বাবা-মেয়ের, রাস্তাতেই হারাতে হলো প্রাণ

গাজীপুরের বাসের ধাক্কায় বাবা-মেয়ে ও এক নারীসহ সিএনজিচালিত অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত পাঁচ জন। শনিবার (৯ জুলাই) সকাল আটটার দিকে জেলার কাপাসিয়া উপজেলার রাজেন্দ্রপুর-টোক সড়কের চেওরাইট এলাকার ইলুর মোড়ে এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেলিম মিয়া (৪০), তার আট বছর বয়সী মেয়ে সাদিয়া ও নুরজাহান (৩২)। তাদের সবার বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী থানা এলাকায়।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম নাসিম বলেন, সকাল সাড়ে ৮টার দিকে কিশোরগঞ্জগামী একটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেয় ঢাকাগামী একটি বাস। এতে সিএনজিতে থাকা ৪-৫জন যাত্রী গুরুতর আহত হন। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

নিহত সেলিম মিয়ার স্ত্রী সাহিদা জানান, তার স্বামী একটি সাবান কারখানার কর্মচারী ছিলেন। শুক্রবার তিনি কোরবানির গরু কেনেন। সন্ধ্যায় গাজীপুরে এসেছিলো তার দ্বিতীয় স্ত্রী ও মেয়েকে বাড়ি নিয়ে যেতে। সকালে বাড়ি ফেরার পথে দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়।

ওসি জানান, নিহতদের মরদেহ মর্গে রাখা হয়েছে, আর আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

অর্থসূচক/এমএস

 

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.