সাজিদা ফাউন্ডেশনকে ৫০ লাখ টাকার চেক প্রদান করেছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা। সেই সঙ্গে অন্যান্য সামগ্রীও দিয়েছে এমসিসিআই।
বৃহস্পতিবার (৩০ জুন) গুলশানের এমসিসিআই ভবনে এ অর্থ হস্তান্তর করা হয় সাজিদা ফাউন্ডেশনকে।
দেশের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের আর্থিকভাবে সহায়তা করতে এমসিসিআইয়ের সদস্যরা সমন্বিতভাবে এ অর্থ প্রদান করেন। এমসিসিআইয়ের পক্ষে চেক ও অন্যান্য সামগ্রী প্রদান করেন এমসিসিআইয়ের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলাম। আর সাজিদা ফাউন্ডেশনের পক্ষে এটা গ্রহণ করেন ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা জাহিদা ফিজ্জা কবির।
অর্থসূচক/এইচডি/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.