শরীয়াহভিত্তিক আধুনিক প্রযুক্তি নির্ভর ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয়ে চট্টগ্রামে উদ্বোধন হয়েছে ইউনিয়ন ব্যাংক লিমিটেডের দুইটি উপশাখার। এদের একটি মরিয়মনগরে, অপরটি পেতন শাহ মাজার গেইটে।
ব্যাংকটির প্রধান কার্যালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপশাখা দুটির উদ্বোধন করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান। প্রধান অতিথি হিসেবে তিনি এ উপশাখাদ্বয়ের উদ্বোধন করেন। এতে সভাপতিত্ব করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাসান ইকবাল।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. নজরুল ইসলাম, বোয়ালখালী পৌরসভার মেয়র জহুরুল ইসলাম এবং বুদ্ধজ্যোতি আন্তর্জাতিক সংস্থা বাংলাদেশ চাপ্টারের কালচারাল ডিরেক্টর প্রণব রাজ বড়ুয়া।
আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্যালয়ের উর্ধ্বতন নির্বাহীবৃন্দ, চট্টগ্রাম অঞ্চলের শাখা ব্যবস্থাপক ও উপশাখা্র ইনচার্জগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এ উপলক্ষে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অর্থসূচক/এইচডি/



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.