চলমান বিদ্যুৎ সংকট কাটাতে শেহবাজ শরীফের সরকার রাত ৯টার পর শপিংমল, মার্কেট ও দোকানপাট বন্ধের ঘোষণা দিয়েছে। এ ব্যাপারে দেশটির সরকার এক প্রজ্ঞাপন জারি করেছে। বৃহস্পতিবার (১৬ জুন) থেকে এটা কার্যকর করা হয়। খবর জিও নিউজের
কেন্দ্রীয় সরকার ইসলামাবাদে পাকিস্তান পেনাল কোড ১৪৪ ধারার ক্ষমতাবলে এক প্রজ্ঞাপন জারি করেছে। এ প্রজ্ঞাপন অনুসারে শপিং মল, মার্কেট, রেস্টুরেন্ট, কমিউনিটি ক্লাব, সিনেমাপ্লেক্সগুলো গভীর রাত পর্যন্ত খোলা রাখতে পারবে না। তবে, মেডিক্যাল স্টোর, ওষুধের দোকানপাট, হাসপাতাল, পেট্রোল পাম্প, সিএনজি স্টেশন, বেকারি, দুগ্ধজাত দোকান ও কাঁচাবাজার এবং বাসস্ট্যান্ডসমূহ এ বিধিবলয়ের বাইরে থাকবে। কিন্তু খাবারের দোকান, শিল্পকারখানা, ক্লাব ও সিনেমা হলগুলোকে রাত সাড়ে ১১টার মধ্যে বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ড. সাঈদ আহমেদ জানান, পাকিস্তান এ মহুর্তে জরুরি শক্তি সংকট ভুগছে। এ অবস্থায় বিদ্যুৎ শক্তি নিয়ন্ত্রণ করা ছাড়া কোনো উপায় দেখছি না। সকল মার্কেট, বাজার, শপস ও শপিংমলগুলো রাত ৯টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছি। এছাড়া রেস্টুরেন্ট ও বিয়ের ক্লাবগুলো রাত সাড়ে ১০টার পর খোলা রাখতে পারবে না। বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে
প্রতিবেদনে জানা যায়, সম্প্রতি ডলারের বিপরীতে পাকিস্তানি মুদ্রার মান কমছে। সরকার হতাশ হয়ে জ্বালানি তেলের আমদানি, বিদ্যুৎ ঘাটতি মোকাবিলা ও অন্যান্য জিনিসপত্র বিদেশ থেকে রপ্তানি বন্ধ করে দিয়েছে।
পাকিস্তানের সিন্ধু ও পাঞ্জাব প্রদেশে রাত ৯টার পর বিদ্যুৎ না চালানোর আদেশ কার্যকর হতে না হতেই দেশটি তীব্র বিদ্যুৎ সরবরাহের সংকটে পড়ে। এ অবস্থায় দেশটির রাজধানী ইসলামাবাদেও একই নিয়ম কার্যকর করেছে পাক সরকার। সেইসঙ্গে বাদ নেয় বাণিজ্যিক রাজধানী করাচিও।
অর্থসূচক/এইচডি/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.