সৌদিতে আরও ২ বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সৌদি আরবের মক্কায় আরও দুই বাংলাদেশি হজ যাত্রীর মৃত্যু হয়েছে। এ নিয়ে হজ পালন করতে গিয়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে তিন জন পুরুষ এবং এক জন নারী।

মক্কা বাংলাদেশ অফিসের হজ কাউন্সিলর জহিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। মারা যাওয়া দুই বাংলাদেশি হলেন- মো. হেলাল উদ্দিন মোল্লা (৬২) ও রামুজা বেগম (৫৪)। মৃত মো. হেলাল উদ্দিন মোল্লা জয়পুরহাট সদরের বাসিন্দা। আর, রামুজা বেগম কুমিল্লা আর্দশ সদরের বাসিন্দা।

এদিকে, গতকাল পর্যন্ত ১৮ হাজার ৪১ জন হজযাত্রী মক্কা ও মদিনায় পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় তিন হাজার ৩৮৫ এবং বেসরকারি ব্যবস্থাপনায় পৌঁছেছেন ১৪ হাজার ৬৫৬ জন।

 

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.