পুঁজিবাজার নিয়ে জানা অজানা সব তথ্য দেবে ‘ইনভেস্টমেন্ট টুলকিটস’

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেছেন, ইনভেস্টমেন্ট টুলকিটস বইটি পুঁজিবাজার নিয়ে জানা অজানা বিভিন্ন তথ্য দিবে সবাইকে এবং বিনিয়োগকারীদের জ্ঞানভাণ্ডার আরো সমৃদ্ধ করবে।

বৃহস্পতিবার (১৬ জুন) বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) গবেষণা গ্রন্থ ইনভেস্টমেন্ট টুলকিটস প্রকাশনা অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিশনার শেখ শামসুদ্দিন আহমদ ও সিএমএসএফের চেয়ারম্যান নজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম বলেন, এ ধরনের একটা বই পুঁজিবাজারের বিনিয়োগকারীসহ সবার জ্ঞানভাণ্ডার সমৃদ্ধ করতে সহায়তা করবে। পুঁজিবাজার নিয়ে জানা অজানা বিভিন্ন তথ্য এই বই দিবে সবাইকে, লেখক একজন তরুণ ও উদীয়মান। তার বই সবাইকে সহযোগিতা করবে। অনলাইনে বইটি বিআইসিএম ওয়েবসাইটে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে বলেও জানান তিনি ।

চেয়ারম্যান বলেন, পুঁজিবাজারে বিনিয়োগ করে লস হলে সব সবাই মেসেজ করে আমাকে। কীভাবে কী করব। কোন আইটেম কিনব ইত্যাদির বিষয়ে জানতে চায় তারা। কিন্তু লাভ হলে কেউ-ই কিছু বলে না। ক্যাপিটাল মার্কেট নিয়ে আমরা স্ট্রাগল করছি। বন্ড মার্কেট নিয়ে আমরা বিভিন্ন জায়গা থেকে সাড়া পাচ্ছি।

এ সময় অনুষ্ঠানের সভাপতিত্ব করেণ বিআইসিএমের এক্সিকিউটিভ প্রেসিডেন্ট ড. মাহমুদা আকতার। তিনি বলেন, তরুণ গবেষক সজিব হোসেন। এত মূল্যবান একটি গবেষণা বই করেছে কিন্তু এতে তার নাম নেই। তারপরও সে অনেক খুশি ও উজ্জীবিত। বইয়ে সহজ ও প্রাণজল ভাষা ব্যবহার করা হয়েছে। পুঁজিবাজারে এরকম বই আর প্রকাশিত হয়নি। বইটি বাজারে অনেক মূল্যবান ভূমিকা রাখবে। বইটি পড়ে সাধারণ বিনিয়োগকারীরা অনেক উপকৃত হবে। পুঁজিবাজারে বিনিয়োগের আগে বিনিয়োগকারীদের অনেক কিছু শেখার এবং বোঝার আছে। কারণ না বুঝে না যেনে বিনিয়োগ করা আর নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দেয়া একই কথা। আর বিনিয়োগকারীদের এই সকল নেতিবাচক পরিস্থিতি থেকে রক্ষা করতে ইনভেস্টমেন্ট টুলকিট বইটি অনেক উপযুক্ত একটি বই।

বিশেষ অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের কমিশনার শেখ শামসুদ্দিন আহমদ বলেন, রিসার্চ ছাড়া কখনো একটা প্রতিষ্ঠান এগোতে পারে না৷ যারা গবেষণা করতে চায় এমন দুই তিনটা প্রতিষ্ঠান আমাদের কাছে আবেদন করেছে। বর্তমানে বাজারে গবেষণা করে এমন প্রতিষ্ঠান নেই। তাই আমরা চেষ্টা করছি এমন প্রতিষ্ঠান নিয়ে আসার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের সহযোগী অধ্যাপক ও বইয়ের লেখক সজিব হোসেন বলেন, করোনায় যখন ছয় মাস সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ছিল তখন আমি বইটি লিখেছি। গত ৩৭ বছর অনেক কাগজপত্র কালেক্ট করে বইটি লিখেছি। বাজারের বিভিন্ন আইন ও বিভিন্ন ধরনের বিনিয়োগ নিয়ে বইটি লিখেছি। বইটি পড়লে বিনিয়োগকারীরা বহু তথ্য জানতে পারবে।

অর্থসূচক/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.