ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ব্লক মার্কেটে মোট ৪৬টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ৯৯ লাখ ১০ হাজার ৬০টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪৭ কোটি ৭০ লাখ টাকা।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে বাংলাদেশ সাবমেরিন কেবল লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ১০ কোটি ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
ডাচ-বাংলা ব্যাংক ১০ কোটি ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।
স্যালভো কেমিক্যাল লিমিটেড ৪ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- এসিআই ফরমুলেশন, অ্যাডভেন্ট ফার্মা, অগ্নি সিমেস্টমস, আলিফ ইন্ডাস্ট্রিজ, অ্যাপেক্স ট্যানারি, বিডিকম অনলাইন, বিডি ফিন্যান্স, বীচ হ্যাচারি, বীকন ফার্মা, বারাকা পতেঙ্গা পাওয়ার, ব্রাক ব্যাংক, সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, জেনেক্স ইনফোসিস, জেনারেশন নেক্সট, গ্রামীণফোন, জিএসপি ফিন্যান্স, এইচ.আর টেক্সটাইল, আইএফআইসি ব্যাংক, আইপিডিসি ফিন্যান্স, কর্ণফুলী ইন্স্যুরেন্স, কাট্টালি টেক্সটাইল, লাফার্জহোলসিম, ম্যাকসন্স স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ওরিয়ন ফার্মা, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, প্রিমিয়ার লিজিং, কুইন সাউথ টেক্সটাইল, আরডি ফুড, রিপাবলিক ইন্স্যুরেন্স, রিংশাইন টেক্সটাইল, রূপালী ইন্স্যুরেন্স, শাশা ডেনিমস, শেপার্ড ইন্ডাস্ট্রিজ, সিলকো ফার্মা, শাইনপুকুর সিরামিকস, শাইনপুকুর সিরামিকস, ট্রাস্ট ব্যাংক, ইউনিক হোটেল ও ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড।
অর্থসূচক/এসএ/
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.