ফের যুক্তরাষ্ট্রে শিক্ষাপ্রতিষ্ঠানে বন্দুক হামলা

যুক্তরাষ্ট্রের একটি শিক্ষা প্রতিষ্ঠানে আবারও বন্দুক হামলার ঘটনায় এক নারী নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও দুজন। তাদের পরিচয় এখনো জানা যায়নি। গতকাল (৩১ মে) নিউ অরিলেন্স শহরের জেভিয়ার বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের বাইরে এ ঘটনা ঘটে। নিউ অরিলেন্সের পুলিশ এনবিসি নিউজকে এ খবর জানিয়েছে।

পুলিশের মুখপাত্র গ্যারি শীটস জানায়, হামলার শিকার তিন জন ব্যক্তি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে আসেন। এদের মধ্যে একজন বয়স্ক নারী, বাকি দু’জন পুরুষ। নারীটিকে গুলি করে ঝাজরা করে দেওয়া হয়েছে। আর বাকি দু’জনের কাধে ও পায়ে গুলি লেগেছে।

এ ঘটনায় নিউ অরেলেন্স পুলিশ ডিপার্টমেন্ট (এনওপিডি)-এর ডেপুটি ক্রিস গুডলি জানান, সমাবর্তনের বাইরে দু’জন নারীর সাথে কলহ বাঁধলে তা সহিংসতায় রূপ নেয়। এতেই একজন মারা যায় এবং দু’জন গুরতর আহত হয়।

পুলিশ আরও জানায়, ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সহিংসতায় যে বন্দুক ব্যবহার করা হয়েছে, তা উদ্ধার করা হয়েছে। গুডলি এ ঘটনার রেশ টানতে লোকজনের কাছ থেকে তথ্য সহায়তা চেয়েছেন এবং নিরর্থক সহিংসতার জন্য দায়ী ব্যক্তিদের শনাক্তকরণে সাহায্য চেয়েছেন।

টেক্সাসে দু’জন শিক্ষকসহ ১৯ জন শিশু হত্যার রেশ না কাটতেই এক সপ্তাহ পর ঘটল এমন অনাঙ্ক্ষিত ঘটনা। গত দু’সপ্তাহে সমাবর্তনে এ নিয়ে পরপর তিনটি বন্দুক হামলার ঘটনা ঘটেছে।

 

অর্থসূচক/এইচডি/এএইচআর

  
    

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.