পুঁজিবাজারে তালিকাভুক্ত অর্ধশতাধিক কোম্পানি গতকাল বুধবার (২৭ এপ্রিল) গত ৩১ মার্চ,২০২২ তারিখে সমাপ্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এদের মধ্যে ব্যাংক, এনবিএফআই, বীমা কোম্পানি ও বহুজাতিক কোম্পানিগুলো চলতি বছরের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করেছে। বাকী কোম্পানিগুলো প্রকাশ করেছে তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন।
নিচের ছকে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের শেয়ার প্রতি আয় (ইপিএস) এর পরিসংখ্যান প্রকাশ করা হল। অন্যান্য তথ্য জানতে চাইলে অর্থসূচকে প্রকাশিত প্রতিটি কোম্পানির আলাদা আলাদা নিউজ পড়া যেতে পারে।
| কোম্পানির নাম | ইপিএস,২০২২ | ইপিএস,২০২১ | 
| নর্দার্ন ইসলামী ইন্স্যুরেন্স | ০.৬৫ | ০.৫৯ | 
| ফেডারেল ইন্স্যুরেন্স | ০.৩২ | ০.৩১ | 
| ইউনিয়ন ক্যাপিটাল | (০.৬৮) | (০.৫৯) | 
| সাউথ বাংলা ব্যাংক | ০.২২ | ০.১১ (রিস্টেটেড) | 
| হাইডেলবার্গ সিমেন্ট | (২.৯৭) | ৮.২৩ | 
| ক্রিস্টাল ইন্স্যুরেন্স | ০.৬৬ | ০.৬৩ | 
 
			
 
						

মন্তব্যসমূহ বন্ধ করা হয়.