জাতীয় উন্নয়নের জোয়ার হচ্ছে বলে দাবি করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। তিনি বলেন, মাথাপিছু আয় বাড়ার কারণে বাজারে চাপ বাড়ছে। মানুষ বাজার থেকে কিনে খেতে পারছে।
আজ রবিবার (২৪ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ‘বৈরি আবহাওয়ায় কৃষিজ উৎপাদন: অস্থিতিশীল বৈশ্বিক কৃষি পণ্যের বাণিজ্য’ শীর্ষক জাতীয় সংলাপে তিনি এ কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, ‘মাথাপিছু আয় বাড়ার কারণে বাজারে চাপ বাড়ছে। মাথাপিছু আয় বাড়ছে বলে মানুষ বাজার থেকে কিনে খেতে পারছে। জাতীয় উন্নয়নের জোয়ার হচ্ছে। তবে আবেগের সঙ্গে বলতে পারি— আমি কৃষির পাশে আছি। কৃষিতে আরও বরাদ্দ বাড়ানো দরকার।’
অনুষ্ঠানে সিপিডির সম্মানীয় ফেলো অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিতে প্রযুক্তি ব্যবহারের বড় ধরনের অর্জন নেই। আগামী বাজেটে কৃষিতে বরাদ্দ আরও বাড়াতে হবে। উন্নয়নশীল দেশগুলোর মধ্যে বাংলাদেশেই কৃষিতে বরাদ্দ কম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
বর্তমানে বাংলাদেশের মাথাপিছু আয় বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৫৯১ ডলারে যা দেশীয় মুদ্রায় ২ লাখ ১৯ হাজার ৭৩৮ টাকা।
অর্থসূচক/এইচডি/এমএস



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.