ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরে (আইপিএল) নিজদের প্রথম পাঁচ ম্যাচের সবকটিতেই হেরেছে মুম্বাই ইন্ডিয়ান্স। সর্বশেষ পাঞ্জাব কিংসের বিপক্ষে হারের পর ম্যাচ ফির পুরোটাই জরিমানা গুণতে হচ্ছে রোহিত শর্মাকে। পাশাপাশি মুম্বাইয়ের একাদশের বাকি ক্রিকেটারদের জরিমানা হয়েছে ম্যাচ ফির ২৫ শতাংশ।
স্লো ওভার রেটের কারণে ২৪ লাখ রুপি জরিমানা দিতে হচ্ছে মুম্বাইয়ের অধিনায়ককে। এবারের আসরে দ্বিতীয়বার এমন ভুলের জন্য শাস্তি পেয়েছেন রোহিত। একই ভুল একাধিকবার করার কারণে আগের তুলনায় এবার বেড়েছে শাস্তির মাত্রা।
এক বিবৃতিতে আইপিএল কর্তৃপক্ষ জানিয়েছে, ‘স্লো ওভার রেটের কারণে মুম্বাইয়ের অধিনায়ক রোহিত শর্মাকে ২৪ লাখ রুপি জরিমানা করা হয়েছে এবং একাদশের দলের বাকি সদস্যদের ৬ লাখ রুপি বা ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।’
আইপিএলের নিয়ম অনুযায়ী প্রতি ঘণ্টায় গড়ে ১৪.১১ ওভার শেষ করতে হয়। কিন্তু পাঞ্জাবের বিপক্ষে নির্ধারিত সেই সময়সীমার মধ্যে ওভার শেষ করতে পারেনি মুম্বাইয়ের বোলাররা। তাই শস্তি পেতে হয়েছে অধিনায়কসহ মুম্বাইয়ের একাদশের সকল ক্রিকেটারদের।
এর আগে আইপিএলের এবারের আসরে নিজদের প্রথম ম্যাচে জরিমানা গুণেছেন রোহিত। দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে সেই ম্যাচে একই কারণে জরিমানা করা হয়েছিল মুম্বাইয়ের অধিনায়ককে। সেবার তার জরিমানার পরিমাণ ছিল ১২ লাখ রুপি।
আসরে প্রথমবার স্লো ওভার রেটের কারণে জরিমানা হওয়ায়, তখন জরিমানার পরিমাণ কম ছিল। একই ভুল এবার আবারও করায় দ্বিগুণ শাস্তি পেতে হয়েছে রোহিতকে।
অর্থসূচক/এএইচআর



মন্তব্যসমূহ বন্ধ করা হয়.